চট্টগ্রাম বন্দরে কাস্টম হাউসের ‘নিলাম কমিটি’ গঠন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট নিরসন এবং দ্রুত অখালাসকৃত পণ্যের নিলাম এবং নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশে এ কমিটি গঠন করা হয়। ওই কমিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানি বা রপ্তানি আদেশের যানবাহন ছাড়া বাকি সব পণ্য নিষ্পত্তি করে বন্দরের ইয়ার্ড খালি করবে। গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে নিলাম কমিটির আহ্বায়ক করা হয়েছে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞাকে। সদস্য করা হয়েছে অতিরিক্ত কমিশনার মো. রুহুল আমিনসহ সকল যুগ্ম কমিশনার, উপকমিশনার, সহকারী কমিশনার, নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা ও নিলাম শুল্কায়ন শাখার সহকারী রাজস্ব কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কাস্টমস নিলাম শাখার উপ বা সহকারী কমিশনার।

আদেশে আরো বলা হয়েছে, কাস্টমস আইন মেনে এ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকা অখালাসকৃত, বাজেয়াপ্ত অথবা অনিষ্পন্ন পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়রোধই এ উদ্যোগের মূল লক্ষ্য। এই কমিটি দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম পরিচালনার মাধ্যমে কন্টেনার জট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধ১২ দিন পর সেই নারীর স্বাস্থ্য পরীক্ষা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী থেকে চুরি হওয়া বাস সীতাকুণ্ডে উদ্ধার, গ্রেপ্তার ১