চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতে গিয়ে বাঁশখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. আব্দু শুক্কুর সিকদার (২১) বাঁশখালীর সরল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিনজিরীতলা আইম্ম্যার পাড়া এলাকার মো. আব্দুর রহিম সিকদারের পুত্র।
জানা যায়, গত শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করা অবস্থায় গুরুতর আহত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের লাশ এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আছে। পরিবার সূত্রে জানা যায়, আব্দু শুক্কুর সিকদার বন্দরে জাহাজের মালামাল লোড–আনলোডের কাজ করতেন।