চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত আজ : নৌ উপদেষ্টা

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার বিষয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা

পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এনবিআরকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা ঘোষণার প্রজ্ঞাপনে অস্পষ্টতার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, দ্যাট ইজ ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, আগেও প্রজ্ঞাপন নাই। আমি প্রজ্ঞাপন জারি করার লোক। আই এম নট এ ডিসিশন মেকার। উনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি প্রজ্ঞাপন জারি করেছি। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলোচনার দরকার আছে কি নাই সে বিষয়ে কথা বলার আগেই উনারা প্রত্যাহার করে নিয়েছেন। এখন উনাদের দাবিদাবা আছে কি নাই সেটা বুঝলে পরে আমরা বসব। খবর বিডিনিউজের।

এনবিআরের কর্মকর্তাকর্মচারীদের আন্দোলনে বন্দরে স্থবিরতা দেখা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাখাওয়াত বলেন, বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে, সেগুলো এখন জাহাজিকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে খুব বেশি একটা ক্ষতি হয়নি।

এনবিআরের আন্দোলনকারীদের ইঙ্গিত করে শ্রম উপদেষ্টা সাখাওয়াত বলেন, আপনি নাই বলে কোনো কাজ থেমে থাকবে, এটা বাংলাদেশে হবে না, পৃথিবীর কোনো দেশে হয় না। অনেকেই চলে গেছেন, কাজটি থেমে আছে?

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি আসলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারব। রংপুরে ৩০টি স্কুল রেইনভেন্ট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হবে না বলে মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাছান মাহমুদ নওফেল জাবেদসহ ১২৬ জনের বিরুদ্ধে দুই মামলা
পরবর্তী নিবন্ধকক্সবাজারের সাবেক ডিসি ও জজসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন