সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সভা গত ১৮ মে সন্ধ্যায় নগরীর হাজারী লেইনে পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিপিবি নেতারা চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার চক্রান্ত এবং রাখাইনে মানবিক করিডোরের নামে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সভায় সিপিবি নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করা এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা দু:খের সঙ্গে লক্ষ্য করছি, এ সরকার নির্বাচনের দিকে মনযোগ না দিয়ে তাদের এখতিয়ার বহির্ভূত কিছু কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিতর্কিত করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি, এ সরকার জনমতের কোনো তোয়াক্কা না করে রাখাইনে মানবিক করিডোর দেয়ার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নিচ্ছে। সরকার দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এ ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত নেয়ার অধিকার অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দেয়নি।
সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড উত্তম চৌধুরী ও শ্রমিক নেতা কমরেড মছি উদ–দৌলা, ডা. চন্দন দাশ, মাহবুবুল হক চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, জামাল উদ্দিন, ডা. আরিফ বাচ্চু। প্রেস বিজ্ঞপ্তি।