চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যন্ডসের রাষ্ট্রদূত মি জুরিস ভান বোমেল এবং ননরেসিডেন্স ডিফেন্স এ্যাটাচি ক্যাপ্টেন (এন) জিওরডাই কেলেইন (H.E. Mr joris van Bommel এবং Non Resident Defence Captain (N) Geordia Klein ) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।

তারা চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জাহাজের গড় অবস্থান কমানোসহ বিভিন্ন সূচকে বন্দরের সমপ্রতিক সাফল্যের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। আলোচনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মেরিটাইম সেক্টরে বিশেষ করে পোর্ট ডেভেলপমেন্ট, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। ডিফেন্স এ্যাটাচি বাংলাদেশের মেরিটাইম আ্যফেয়ারস সংক্রান্ত ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত বোমেল কোল্ড চেইন ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষিখাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ খাতে নেদারল্যান্ডের সার্বিক সহযোগিতা কামনা করেন। আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এই সফর আগামীতে বাংলাদেশনেদারল্যান্ডস সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দু’দেশের প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না : চবি উপাচার্য
পরবর্তী নিবন্ধধানের শীষ প্রতীকই এদেশের নারীদের প্রথম পছন্দ