বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রাম বন্দরে আগমনের পর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ তাকে স্বাগত জানান।
হাই কমিশনারের সাথে এ সময় সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়স এবং পলিটিক্যাল কাউন্সিলর মারকো ডেভিস উপস্থিত ছিলেন। হাই কমিশনার অজিত সিং বন্দরের বোর্ড মেম্বার (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সাথে মতবিনিময় করেন। তিনি চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অজিত সিং বন্দরের উন্নয়নে ডিজিটালাইজেশন, মানব সম্পদ উন্নয়ন এবং বাংলাদেশে কানাডার পণ্য সামগ্রী রপ্তানিসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কানাডার হাইকমিশনারকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এই সফর আগামীতে বাংলাদেশ–কানাডার সম্পর্ককে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দু’দেশের প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে দুই দেশের ট্রেড কমিশনার ও পলিটিক্যাল কাউন্সিলরগণ ও বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।