চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্ত দরিদ্র বাক ও শ্রবণ প্রতিবন্ধী ৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ কার্যালয়ে আয়োজিত এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীতকালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কষ্ট লাঘবে সহায়তা প্রদান করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক নিমাই বণিক ও কোষাধ্যক্ষ মো. নাহিদ পারভেজ। নিমাই বণিক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মো. নাহিদ পারভেজ বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পাশে দাঁড়ানোই একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












