চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের প্রথম সভা গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় ইনস্টিটিউটের বার্ষিক পিকনিক, প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়। ৭ ফেব্রুয়ারি একই সঙ্গে তিনটি ইভেন্ট অয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ১৮ এপ্রিল দিনব্যাপী ফিল্ম সাইকোলজি ও থেরাপি বিষয়ক কর্মশালা আয়োজনেরও সিদ্ধান্ত হয়। কর্মশালা পরিচালনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা।
সভায় ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত পরিষদের সভাপতি হলেন শৈবাল চৌধূরী, সহসভাপতি ড. মো. মোরশেদুল আলম, শাহীন মাহমুদ ও ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আরাফাতুল আলম, যুগ্ম সম্পাদক নাজমুল আলম ইমন, সাংগঠনিক সম্পাদক রূপম সেন, অর্থ সম্পাদক মো. ইমাম হোসেন, জনসংযোগ সম্পাদক মনিরুল মনির, তথ্যপ্রযুক্তি সম্পাদক শুভাশীষ দাশ রূপক, কার্যনির্বাহী সদস্য সঞ্জয় বিশ্বাস, বিশ্বজিৎ চক্রবর্তী, রেজাউল করিম, সৈয়দ ইজলাল আহমেদ, দীপঙ্কর নাথ, এস এম গোলাম নিজামী ও সোহম চৌধুরী জয়। প্রেস বিজ্ঞপ্তি।