চট্টগ্রাম ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশা

সমুদ্র মহড়ায় অংশগ্রহণ

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

কাতার এবং ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশগ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রত্যাশা। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় জাহাজে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। খবর বাসসের। গত ২১ থেকে ২৩ মার্চ কাতারে আন্তর্জাতিক সমুদ্র মহড়া সেভেনথ দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স, ২৮ থেকে ৩০ মার্চ ভারতে আইওএনএস মেরিটাইম এঙারসাইজে অংশ নিতে ৫ মার্চ জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধরমজানে দান ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান