চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল

| রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এসময় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা।

সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রামের ডিআইজি নূরে আলম মিনা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান ও আলী আব্বাস।

ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেনসিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ, বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মনজুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারিবেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের আজীবন দাতা এবং সহযোগী সদস্যবৃন্দ। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন শাহ আনিস মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। কোরআন তেলাওয়াত ও নাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইসমাঈল এবং তৌফিক এলাহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে তরমুজের দাম বাড়তি রাখায় চার বিক্রেতাকে জরিমানা
পরবর্তী নিবন্ধচবির চার ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন