চট্টগ্রাম প্রেস ক্লাবের ফ্যামিলি নাইট

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালন ও ফ্যামিলি নাইট উৎসব গত শুক্রবার নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সকালে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাতে শহীদদের স্মরণ করে অনুষ্ঠানমালা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

আলহাজ্ব আলী আব্বাস বলেন, করোনা মহামারীর কারণে প্রায় তিন বছর ক্লাবের আয় কমে গেলেও আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। মহামারীর কারণে ক্লাবের যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে সদস্যদের জন্য কল্যাণমূলক কাজ করার পাশাপাশি ক্লাবের আয়বর্ধক উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সবসময় আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকব।

ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। হয়ত সবার মনের মতো কাজ করতে পারিনি। ভুল হলে ক্ষমা করে দেবেন।

অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন রেজা, সহসভাপতি স ম ইব্রাহিম, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মোয়াজ্জেমুল হক, মঞ্জুর কাদের মঞ্জু ও মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারিগরি শিক্ষাই পারে বেকারত্বের হার কমাতে : নওফেল
পরবর্তী নিবন্ধবিজয় দিবসে মনজুর আলমের দিনব্যাপী কর্মসূচি