চট্টগ্রাম প্রেস ক্লাবে তিন প্রবীণ সাংবাদিকের শোকসভা

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল সাংবাদিক ওসমান গণি মনসুর বলেছেন, সাংবাদিকের দায়িত্ব হলো সাদাকে সাদা, কালোকে কালো বলা, সেই চর্চা এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। লেখনির মধ্য দিয়ে সত্যকে ধারণ করতে না পারলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়ে। তিনি গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত প্রয়াত সাংবাদিক মো. মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আসগারী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের দোয়া মাহফিল ও স্মরণসভায় অতিথির বক্তব্যে এসব বলেন। তিনি বলেন, একসময় কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে প্রেস ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিল। সেটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। গত কয়েক বছরে আমরা এমন এক সময় দেখেছি, যখন সাংবাদিকরা হয়ে পড়েছিলেন উপহাসের পাত্র। প্রয়াত এই তিন সাংবাদিক চট্টগ্রাম ও দেশের সাংবাদিকতার ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। তাঁরা সমাজ ও রাস্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতা করেছিলেন। তাঁরা সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। এর আগে, তিন প্রবীণ সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন গোলাম মওলা মুরাদ। বক্তব্য রাখেন মুস্তফা নঈম, মইনুদ্দীন কাদেরী শওকত, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহনেওয়াজ রিটন, মাহবুবুল মওলা রিপন, ফারুক মুনির, হাসান মুকুল, সোহাগ কুমার বিশ্বাস, মাহবুবুর রহমান, মুহাম্মদ আজাদ, কামরুল হুদা, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআইন পেশায় কঠোর শৃঙ্খলা মেনে চলতে হয়