চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করতে সহযোগিতা অব্যাহত থাকবে

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে এমপি ফজলে করিম

| শুক্রবার , ২৩ জুন, ২০২৩ at ৯:১৯ পূর্বাহ্ণ

রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যতম শক্তি এবং জাতির পথ প্রদর্শক। চট্টগ্রাম প্রেস ক্লাব গণমাধ্যম কর্মীদের আবাসস্থল এবং সাধারণ মানুষের আস্থার ঠিকানা। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার ক্ষেত্রে প্রয়োজন সুচিন্তিত পদক্ষেপ। এক্ষেত্রে আমার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত বিশ্বমানের শহরে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। এক্ষেত্রে গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। বর্তমান সরকারের আমলে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমাদের সমন্বয়হীনতা ও অসচেতনতার কারণে উক্ত প্রকল্পের পরিপূর্ণ সুফল লাভ করা সম্ভব হচ্ছে না।

তিনি গতকাল বৃহস্পতিবার তার নগরীর বাসভবনে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নানা বিষয় সম্পর্কে এবিএম ফজলে করিম চৌধুরী এমপিকে অবহিত করলে তিনি নানা পরামর্শের পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিলুফার জাহান বেবী
পরবর্তী নিবন্ধসানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ