বেশ কিছুদিন আগেই চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করার কথা থাকলেও বিভিন্ন বাস্তবতার কারণে তা আর শুরু করা যায়নি। এবারও লিগ শুরু করার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন উদ্যোগ নিতে যাচ্ছে। সে লক্ষ্যে প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের সাথে এক মতবিনিময় সভা আজ ৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭.৩০টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এই সভায় অংশগ্রহণকারী প্রত্যেক ক্লাবের সভাপতি বা সাধারণ সম্পাদক বা প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।