চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব আসায় অভিনন্দন জানানো হয়। সমিতির নব নির্বাচিত সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সাধারন সম্পাদক হাসান মুরাদ এবং কোষাধ্যক্ষ দেবাশীষ বড়ুয়া দেবু সহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়।
পাশাপাশি একটি শান্তিপূর্ন এবং উৎসব মুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য চট্টগ্রাম জেরা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন এবং প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান সহ সকল নির্বাচনী কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয় চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির পক্ষ থেকে।