বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল ১৩ মার্চ সম্পন্ন হয়েছে। গতকাল চূড়ান্ত ও সমাপনী পর্বের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা হাউজ ভিত্তিক ৫টি দলে বিভক্ত করে সম্পন্ন হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন সদস্যের নামে হাউজগুলোর নামকরণ করা হয়। প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কমান্ডার,চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিন থেকে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টগুলোর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়,৪০০ মিটার দৌড়,দীর্ঘলাফ, উচ্চলাফ, চাকতি নিক্ষেপ, যোগাযোগ দৌড়প্র্রভৃতি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মার্চপাস্ট, শরীরচর্চা ও চমৎকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। চূড়ান্ত পর্বের শেষ দিকে অনুষ্ঠিত হয় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়া আগত মহিলা অতিথিদের জন্যও ছিল আকর্ষণীয় ‘বালিশ বিভ্রাট প্রতিযোগিতা’। সবশেষে বাংলাদেশ নৌ অঞ্চল চট্টগ্রামের দু’টি দল কমচিট বনাম কমব্যান-সিএসডি-কমসাব এর মধ্যে রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কমচিট দল বিজয় লাভ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান বক্তব্য প্রদান করেন। সবশেষে বিজয়ীদের মাঝে ট্রফি,সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল।