বিপিএলের লম্বা জার্নি শেষ হচ্ছে আজ। সেই ৩০ ডিসেম্বর মিরপুর থেকে যাত্রা শুরু করা বিপিএল সিলেট এবং চট্টগ্রাম ঘুরে আবার ঢাকায় গিয়ে শেষ হচ্ছে। মেগা ফাইনালের মধ্য দিয়ে আজ এবারের বিপিএলের পর্দা নামছে। আজকের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। এবারসহ পাঁচবার বিপিএলের ফাইনাল খেলছে বরিশাল। তবে ফরচুন বরিশাল নামে খেলছে তৃতীয় বার। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে একবার। বাকি দুবারের একবার খেলেছে বরিশাল বুলস নামে, আরেকবার বরিশাল বার্নার্স নামে। অপরদিকে বিপিএলের প্রথম দুই আসরে খেললেও দ্বিতীয় আসরে ফাইনালে উঠে চট্টগ্রাম। কিন্তু এরপর থেকে বিপিএলের বাইরে তারা। দীর্ঘ ১১ বছর পর আবার বিপিএলে এসে ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগাং কিংস। তাও দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ জিতে।
তবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফাইনালে গেছে একেবারে হেসে খেলে। এবারের বিপিএলে সবচাইতে বেশি ম্যাচ জেতা দল বরিশাল। লিগ পর্বে ৯ ম্যাচ জেতার পর প্রথম কোয়ালিফায়ারেও জিতেছে বরিশাল। অপরদিকে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হওয়া চিটাগাং কিংস লিগ পর্বে জিতেছে ৮ ম্যাচ। এরপর প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে চিটাগাং। আজকে তাই বরিশালের যেখানে শিরোপা ধরে রাখার মিশন সেখানে চিটাগাংএর লক্ষ্য প্রথম শিরোপা জেতা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই তাই মাঠে নামছে তারা। শিরোপা ধরে রাখতে পারলে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির পর তৃতীয় সর্বোচ্চ (দু’বার) ট্রফি জয়ের নজির গড়বে বরিশাল। কুমিল্লা চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে। এছাড়া রংপুর, রাজশাহী ও বরিশাল একবার করে বিপিএল ট্রফি জিতেছে।
২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যাওয়া চট্টগ্রাম কিংসের এখনো বিপিএল শিরোপা জেতা হয়নি। প্রথমবারের মত বিপিএল শিরোপা নিশ্চিত করতে হলে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী বরিশালকে হারাতে হবে চট্টগ্রামকে। আজকের ফাইনালের আগে এবারের আসরে তিনবার মুখোমুখি হয়েছিল বরিশাল এবং চট্টগ্রাম। তামিমের নেতৃত্বাধীন দলটি প্রথম কোয়াালিফাইয়ারসহ দুই ম্যাচে জয় পায়। প্রথম লেগের ম্যাচে বরিশাল ৬ উইকেটে হারিয়েছিল চট্টগ্রামকে। দ্বিতীয় লেগে চট্টগ্রামের কাছে ২৪ রানে হেরে যায় তামিম ইকবালের বরিশাল। বরিশাল শীর্ষে এবং চট্টগ্রাম দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করে। দ্বিতীয় লেগে বরিশালের বিপক্ষে জিতেই দ্বিতীয় স্থান নিশ্চিত করে চট্টগ্রাম। কিন্তু প্রথম কোয়ালিফাইয়ারে ৯ উইকেটের সহজ জয় পায় বরিশাল। বরিশালের কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে হয় চট্টগ্রামকে। সেখানে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি একাই ধসিয়ে দিয়েছে চিটাগাং কিংসকে। প্রথমবারের মত বিপিএল খেলতে নেমে সেদিন নিয়েছিলেন ৫ উইকেট। তাছাড়া দলটির টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয় এতদিন নিজেকে মেলে ধরতে না পারলেও কোয়ালিফায়ারে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এছাড়া তামিম, ডেভিড মালান, মুশফিক, মাহমুদউল্লাহরাতো রয়েছেনই। মোহাম্মদ নবী, কাইল মায়ার্সদের মত অল রাউন্ডারের পাশাপাশি তানভীর ইসলাম, এবাদত হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ আলীরা রয়েছেন বল হাতে বেশ ভালো ফর্মে।
অপরদিকে প্রথম কোয়ালিফায়ারে গোহারা হেরে যাওয়া চিটাগাং কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতেছে লড়াই করে একেবারে শেষ বলে। দলটির ব্যাটারদের মধ্যে খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, গ্রাহাম ক্লার্করা অবশ্য নেই ধারাবাহিকতায়। শামীম হোসেন কিছুটা ধারাবাহিক হলেও পাকিস্তানি হায়দার আলি হয়ে উঠতে পারেন বরিশালের দুশ্চিন্তার কারণ। বল হাতে পেসার খালেদ আহমেদ রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া শরীফুল এবং বেনুরা ফার্নান্ডোর পেসের পাশাপাশি আলিস আল ইসলাম, আরাফাত সানির স্পিনও চিটাগাং এর ভরসার নাম হতে পারে। তবে শক্তি সামর্থ্যে আপাতদৃষ্টিতে এগিয়ে রাখতে হবে বরিশালকেই। তবে মাঠের লড়াই হচ্ছে আসল। সে লড়াইয়ে শেষ হাসিটা কার সেটাই এখন দেখার অপেক্ষা।