চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত তৃতীয় সেতুর (নতুনব্রিজ) নিচের বালিরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে বেশকিছু ঝুঁপড়ি ঘর পুড়ে ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগরীর লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বলেন, লামারবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটও ঘটনাস্থলে যোগ দেন। তবে তেমন কাজ করতে হয়নি তাঁদের। তার আগেই আগুন নিভে যায়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, তদন্ত করে জানাতে পারবো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতও তখন জানা যাবে কিভাবে আগুন লেগেছে।’