বিগত অনেক বছর ধরে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগের শিকার হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। কিন্তু এর সুফল নগরবাসী পাচ্ছে না। অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা পানিতে ডুবে যাচ্ছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রতি বছর মানুষও মারা যাচ্ছে। পাহাড় কাটাও বন্ধ হচ্ছে না। তার কারণগুলো হচ্ছে– ১) জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাব। ২) উপরোক্ত দুই প্রতিষ্ঠানের পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি। ৩) প্রভাবশালীদের কর্তৃক নদী, নালা, খাল দখল ও ভরাট করে স্থাপনা তৈরি করা। ৪) অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক আইনি পদক্ষেপ গ্রহণে শিথিলতা ও ক্ষেত্র বিশেষে তাদেরকে ছাড় দেওয়া। ৫) প্রকল্পের কাজে যথাযথ তদারকির অভাব। ৬) প্রাক– সম্ভাব্যতা যাচাই না করা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করে, এর ব্যয় বহুগুণে বাড়িয়ে দেওয়া।
এছাড়াও দেখা যায় যে, দু–একদিনের ভারী বর্ষণে অধিকাংশ রাস্তায় বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। সপ্তাহ – মাস ধরে এর সংস্কার কাজ হয় না। ফলে অনেক প্রকারের দুর্ঘটনার সূত্রপাত হয় এবং জনদুর্ভোগ বেড়ে যায়।
মনে হয়, এ ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনের সক্ষমতার ও অভাব রয়েছে। আমরা জানি না, অন্যান্য উন্নত দেশের মতো সুন্দর ও জনবান্ধব নগরী পেতে আমাদের আরও কত বছর অপেক্ষা করতে হবে।












