চট্টগ্রাম-দোহাজারী রেল চলাচল ১৮ ঘণ্টা পর শুরু

লাইনচ্যুত ওয়াগন ২টি উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ১১:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের চন্দনাইশের কাঞ্চননগর স্টেশন এলাকায় লাইনচ্যুত ফার্নেস অয়েলবাহী ওয়াগন ২টি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়। ফলে প্রায় ১৮ ঘন্টা পর এ লাইনে রেল চলাচল শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাঞ্চননগর স্টেশন এলাকায় ওয়াগন ২টি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে গেলে রাত ২টায় উদ্ধার অভিযান শুরু হয়।
উল্লেখ্য, দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য প্রতিদিনকার মতো ফার্নেস অয়েল বহন করে রেলের ১টি ইঞ্জিন ৮টি ওয়াগন নিয়ে দোহাজারী রেলওয়ে স্টেশনে আসে। ফার্নেস অয়েল খালি করে ওয়াগনগুলো গত ১ অক্টোবর বিকেল ৫টার দিকে চট্টগ্রামের উদ্দেশে দোহাজারী স্টেশন ছেড়ে যায়।
আধা ঘণ্টা পর কাঞ্চননগর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে ১নং লাইনে ঢুকতে গিয়ে ছিটকে পড়ে লাইনচ্যুত হয়। এতে ২টি ওয়াগন উল্টে পড়ে রেললাইনের পাশে পড়ে যায়।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর ঐদিন রাত ২টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
টানা প্রায় ১৮ ঘণ্টা চেষ্টার পর আজ শুক্রবার সকাল ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়। এরপর থেকে চট্টগ্রাম-দোহাজারী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
তিনি আরো জানান, আজ শুক্রবার রাত ৮টায় যথানিয়মে চট্টগ্রাম থেকে লোকাল যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনে পৌছার পর আগামীকাল শনিবার (৩ অক্টোবর) সকালে যথাসময়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধচবির এক কর্মচারীকে অপর কর্মচারীর মারধর, থানায় মামলা
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকের চুরি যাওয়া টাকা উদ্ধার হয়নি পাঁচ বছরেও