গতকাল তৃতীয় দিনের মত অনুশীলন করেছে বিপিএলের চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল দলের সাথে যোগ দিয়েছেন দলের হেড কোচ জুলিয়ান উড। মাঠে নেমেই তিনি তার শিষ্যদের পরখ করেছেন। গতকাল দলের সাথে যোগ দিয়েছেন বিপিএলে একমাত্র ভারতীয় ক্রিকেটার উম্মুক্ত চাঁদ। তিনি তার দল নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেন। প্রথমবারের মত বিপিএলের খেলতে আসা এই ভারতীয় বলেন আমি টিভিতে বিপিএল দেখেছি। আমার কাছে এটি একটি গুছানো টুর্নামেন্ট মনে হয়েছে তাই আশা করছি যে দলে খেলছি সে দলের জন্য সর্বোচ্চ দেওয়ার। তার দল নিয়েও তিনি বেশ আশাবাদি। দলে রয়েছে দেশের তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটার।
এছাড়া বিদেশীরাও বেশ ভাল ক্রিকেটার। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য। তাই এই দল নিয়ে তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে। ভারত ছেড়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা এই ক্রিকেটার জানান, বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগে আমি আগেও খেলেছি। তবে বিপিএল প্রথম খেলছি। আমি বেশ রোমাঞ্চিত। তবে দলের জন্য সেরাটা দেওয়াই আমার লক্ষ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে বলেও জানান তিনি। তারা বাড়াচ্ছে সুযোগ সুবিধাও। তবে বাংলাদেশে খেলতে পারাটা তার জন্য সব সময় আনন্দের বলে জানান উম্মুক্ত চাঁদ। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সাবেক এই অধিনায়ক বলেন বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে মাত্র কিছুদিন হলো। তাই এখানে খেলতে আমার বেশ ভাল লাগে।
এখন যেহেতু বিপিএল খেলতে আসছি সেহেতু এই টুর্নামেন্টেই আমার যাবতীয় ফোকাস। দলের সবাই ভাল করতে মুখিয়ে আছে। আমিও তাদের সাথে সেরাটা দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট এগুচ্ছে বলেও মনে করেন তিনি। যেহেতু পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রেই হবে তাই তারা সে আসরে ভাল কিছু করতে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি তিনি বাংলাদেশের ক্রিকেটে যে জনপ্রিয়তা সেটা মনে করিয়ে দিলেন। এখানকার দর্শকরা বেশ ভাল। দারুণভাবে তারা ক্রিকেটটা উপভোগ করে। এখন আমার দায়িত্ব হচ্ছে দর্শকদের সে আনন্দটা পূর্ণতা দেওয়া। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ শুভাগত হোমকে।