বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিঞা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাহ উদ্দীন চৌধুরী সোহেল।
মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ পায়।
কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায় সালাহ উদ্দীন চৌধুরী সোহেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের সেবা করার জন্য সহযোগিতা কামনা করেন।