রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রসমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে ৬ হাজার নেতাকর্মী যোগ দেবেন। ইতোমধ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আজদীকে বলেন, আমরা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে মোট ৬ হাজারের মতো নেতাকর্মী ঢাকার সমাবেশে যোগ দেবো। আমরা অনেকেই ৩১ আগস্ট রাতে আবার অনেকেই ১ সেপ্টেম্বর ভোরে রওনা দেবো। তবে বেশির ভাগই ৩১ আগস্ট রাতে যাবো। আমরা ট্রেনে, বাসে, অনেকেই মাইক্রোতে করেও যাবো।
বাংলাদেশ ছাত্রলীগ আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ছাত্রসমাবেশে সভাপতিত্ব করবেন।
এই লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগেও এ দেশে বহু সভা–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। আগামী পয়লা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবে বলেও জানানো হয়।