বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাড়ে ৬ হাজার নেতাকর্মী যোগ দেবেন। তারা ট্রেনের ১৪টি বগি ও ২শ বাস, কার ও মাইক্রোতে করে যোগ দেবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে মহানগর ছাত্রলীগ নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করে রেলের ১২টি বগি চেয়ে আবেদন করেছে। একই পদ্ধতিতে উত্তর জেলা ছাত্রলীগ ১২টি এবং দক্ষিণ জেলা ছাত্রলীগ ১২টি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৮টি বগি চেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট বরাবরে আবেদন করেছে।
গত রাতে জানা গেছে, মহানগর ছাত্রলীগ ৫টি, উত্তর জেলা ৩টি, দক্ষিণ জেলা ৩টি এবং চবি ছাত্রলীগকে ৩টি বগি বরাদ্দ দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। রেলওয়ের পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করার বিনিময়ে এসব বগি বরাদ্দ দেওয়া হবে।
সমাবেশে সারা দেশ থেকে ৫ লাখের বেশি ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্ব করবেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আজাদীকে বলেন, আমরা চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার মোট সাড়ে ৬ হাজারের মতো নেতাকর্মী সমাবেশে যোগ দেব। মহানগর থেকে আমরা ট্রেন, বাস, কার ও মাইক্রোতে করে যাব।
তিনি বলেন, বগি নিশ্চিত করার পর সিট অনুযায়ী নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করতে হয়। অনেকে মনে করেন রাজনৈতিক নেতাকর্মীরা ট্রেনের বগি চেয়েছে মানে ফ্রি চেয়েছে। ট্রেনে তো ফ্রি যাওয়ার সুযোগ নেই। আগে টিকিট মূল্য পরিশোধ করতে হয়। তারপর বরাদ্দ দেওয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য বগি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। অপারেটিং বিভাগ থেকে বগি সংযোজন করা হলে আমরা যাত্রীদের জন্য টিকিটের ব্যবস্থা করব।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় যেতে টিকিটের জন্য চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) বরাবরে আবেদন করেছেন বলে শুনেছি। এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা আমাকে জানানো হয়নি।