চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে কক্সবাজার পরিভ্রমণে ৪জন রোভারের যাত্রা

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ৪জন রোভার প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড় লাভে ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কঙবাজার ১৫০কিলোমিটার ৪ দিনের পরিভ্রমন যাত্রা গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ থেকে শুরু করেন।‘তারুণ্যের জয়গান বৈষম্যের অবসান’ এই স্লোগানে রোভাররা যাত্রা পথে বিভিন্ন জায়গায় মাদকের অপব্যবহার,বাল্য বিবাহের কুফল,নিরাপদ সড়ক ও দুর্নীতির বিরুদ্ধে নানা সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।পরিভ্রমনে অংশগ্রহণকারী রোভাররা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রোভার পারভেজ সরকার ও রোভার ইসরাক রহমান রাফি,হাজেরা তজু কলেজের রোভার মো. জাহেদ মিয়া ও সিআরসিডি মুক্ত রোভার স্কাউট দলের রোভার আশরাফুল ইসলাম।পরিভ্রমনকারী রোভারদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রোভারের এডহক কমিটির আহবায়ক ফরিদা খানম, জেলা রোভারের প্রাক্তন কমিশনার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, জেলা রোভারের এডহক কমিটির সদস্য সচিব মো. ফারুক আহমদ, এলটি প্রতিনিধি আফজর রহমান, জেলা রোভারের প্রাক্তন সহকারী কমিশনার মো. উমর ফারুক, মো. খালেদুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরসহ ভারতের সাথে করা চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর