চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ৯:৫৪ অপরাহ্ণ

গত বছরের ১২ ডিসেম্বর ৮ মাস বয়সী শিশু মো. ফারহান চুরি হয়েছিল নগরীর রেলওয়ে স্টেশন কলোনি থেকে। তাকে ‍পুলিশ উদ্ধার করেছে হবিগঞ্জ থেকে। এসময় গ্রেফতার করা হয় অপহরণকারী ২ জনকে। বাংলানিউজ
আজ মঙ্গলবার (১ জুন) এ তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলো মো. ইসমাইল(৩৫) ও সুলতানা বেগম সুমি (২৬)
ওসি নেজাম উদ্দিন জানান, শিশুটিকে আদর করতে নিয়ে মাকে না জানিয়ে নিয়ে যায় সুলতানা বেগম। পরে সে শিশুটিকে ইসমাইল নামে একজনের হাতে তুলে দেয়। ইসমাইল ৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। কিন্তু ওই দম্পতি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় প্রথমে ৯০০ টাকা এবং পরে ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করে।
তিনি আরও বলেন, “ঘটনার পর শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ২০২১ এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। পরে বিভিন্ন মাধ্যমে অপহরণকারী সিলেটে রয়েছে বলে জানতে পারি। সিলেট কোতোয়ালী থানার সহায়তায় সুলতানা বেগমকে মাজার গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধহালদার রেণু এবার সর্বোচ্চ দামে বিক্রি
পরবর্তী নিবন্ধফুটবল নয়, চলছিল জুয়া খেলা