চট্টগ্রাম থেকে চুরি হওয়া কাভার্ড ভ্যান চাঁদপুরে উদ্ধার

কর্ণফুলীতে গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে চুরি হওয়া একটি কাভার্ড ভ্যান চাঁদপুর থেকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল সোমবার কর্ণফুলী থেকে মো. কায়সার (২৫) নামে এক যুবককে কাভার্ড ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তিতে তাকে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার কায়সার কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, কাভার্ড ভ্যানটি চুরির পর কায়সার নামে ওই যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশারফ হোসাইন বলেন, গত ৬ মে রাতে সিনেমা প্যালেস সংলগ্ন পার্কিং করে রাখা মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান চুরি হয়। চুরির পর সেটি ফিরিয়ে দেওয়ার কথা বলে মালিককে ফোন করে দেড় লাখ টাকা দাবি করা হয়েছিল। ওই ফোন কলের সূত্র ধরে কর্ণফুলী থেকে কায়সারকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে কাভার্ড ভ্যানটি চাঁদপুরের হাজীগঞ্জ থেকে উদ্ধার করা হয়। তবে চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাড়ির মালিক জানান, সিনেমা প্যালেস এলাকায় রাত ১২টার দিকে চালক পার্কিং করে রেখেছিল। পরদিন ভোরে চালক গাড়ি নিতে গেলে সেটি আর পাওয়া যায়নি। বিষয়টি কোতোয়ালী থানাকে জানালে কর্ণফুলী থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার তথ্যমতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতীব্র গরমে বেড়েছে লবণ উৎপাদন
পরবর্তী নিবন্ধবছর শেষের আগেই ২৫ বিলিয়ন ডলার প্রবাসী আয়