চট্টগ্রাম থেকে গেলেন ২০ হাজার যুবলীগ নেতাকর্মী

ঢাকায় যুব মহাসমাবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে ২০ হাজার যুবলীগের নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে গতকাল যাত্রা করেছেন। আজ সকালে ঢাকায় পৌঁছে যুবলীগের নেতাকর্মীরা দুপুরের মধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে স্থলে চলে যাবে। আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশে সারাদেশ থেকে প্রায় ১০ লাখ লোকের সমাগম ঘটাবে বলে জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা আজাদীকে জানান, যুব মহাসমাবেশে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে প্রায় ২০ হাজার যুবলীগের নেতাকর্মী অংশ নিচ্ছেন। আমরাও যাচ্ছি যুবলীগের সুবর্ণজয়ন্তীর যুব মহাসমাবেশে। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম আজাদীকে বলেন, উত্তর জেলা থেকে ৫ হাজার যুবলীগের নেতাকর্মী ঢাকায় যুব মহাসমাবেশে অংশ নেয়ার জজ গতকাল রাতে যাত্রা করেছে। শুধুমাত্র আমার হাটহাজারী উপজেলা থেকে সাড়ে ৭শ’ নেতাকর্মী

যাচ্ছেন। ৩০টি গাড়িতে করে তারা গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকালে সমাবেশ স্থলে এসে পৌঁছবেন।
নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদারের নেতৃত্বে ঢাকার যুব মহাসমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের একটি বহর গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিকে যুব মহাসমাবেশ সফল করার লক্ষে গত মঙ্গলবার নগরীর জিইসি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতি সভা করেছেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। গতকাল রাতে তিনি নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। অপরদিকে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর নেতেৃত্বে নেতাকর্মীর একটি বহর ঢাকার উদ্দেশ্যে গতকাল রাতে যাত্রা করেছেন।
একই ভাবে নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদারের নেতৃত্বে নেতাকর্মীদের একটি বহর যুব মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিকে নগর যুবলীগ নেতা সুরজিৎ বড়ুয়া লাবু, আসিফ মাহমুদ, নুরুল আনোয়ারসহ অসংখ্য নেতাকর্মীর নেতৃত্বে মহানগর, উত্তর দক্ষিণ জেলা থেকে পৃথক পৃথক ভাবে আজকের যুব মহাসমাবেশে যোগে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির প্রীতি ম্যাচ আজ
পরবর্তী নিবন্ধ২০০ ফুট পাকা সড়ক খালে