চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনায় রুকনদের ভূমিকা রাখতে হবে

মহানগরীর সম্মেলনে জামায়াত আমীর

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, জামায়াতে ইসলামীও একটি বৈষম্যহীন সমাজ চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখলাসপূর্ণ সহিহ্‌ নিয়ত নিয়ে আল্লাহর জন্য কাজ করতে হবে। দ্বীন বিজয়ী হবে আল্লাহর সাহায্যের মাধ্যমে। আমাদের বেশি বেশি কোরআন ও হাদিস পাঠ করতে হবে। নবীর জীবনীর সবকিছু মানবজাতির জন্য অনুসরণীয়। গতকাল রোববার দুপুর আড়াইটায় নগরীর কাজিরদেউড়িস্থ একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। দারসুল কোরআন পেশ করেন ড. মাওলানা সাইয়েদ আবু নোমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, কাউকে সন্তুষ্ট করতে কোনো কিছু করা যাবে না। যা কিছু করতে হবে সব হবে আল্লাহর জন্যে। মুমিনের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী হতে হবে। চট্টগ্রামকে ইসলামের প্রবেশদ্বার উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে আমরা যেন এই চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি প্রত্যেক সদস্যদের ভূমিকা পালন করতে হবে। সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দ্বীন কায়েমের দায়িত্ব মহান আল্লাহ তাআলা মুমিনদের উপর অর্পণ করেছেন। চট্টগ্রামের প্রতিটি মানুষের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রুকন ভাইদেরকে ভূমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
পরবর্তী নিবন্ধনদীপথে পাচারকালে ১৭ রোহিঙ্গা উদ্ধার