চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৯ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখা থেকে জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জেলা প্রশাসক কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১৬১০/২৩ চলমান থাকায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে হাসপাতালে আজীবন সদস্যবৃন্দ, ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ৫ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে আহ্বায়ক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদস্য হিসেবে সিএমপি পুলিশ কমিশনারের প্রতিনিধি, চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিনিধি, চট্টগ্রাম হালিশহর সেনানিবাস অধিনায়ক ৩৩ এডি ব্যাটারি আর্টিলারির প্রতিনিধি ও চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালককে সদস্য সচিব করা হয়।

আদেশে উল্লেখ থাকে যে, এই আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিন পর্যন্ত চট্টগ্রামের ডায়াবেটিক জেনারেল হাসপাতালের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু