চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বিশ্বেশ্বর আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুনীতি বিকাশ আচার্য্য। প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–১ এর কর্মকর্তা আনোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জ্যোতিষ শাস্ত্র গবেষণা সমিতির উপদেষ্টা দেবাশীষ আচার্য্য। সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিন্টু আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক বরুন আচার্য্য, সমন্বয়কারী সুজিত আচার্য্য ও সদস্য সচিব অনিল আচার্য্য। বক্তব্য রাখেন পণ্ডিত প্রান্ত আচার্য্য, জয় আচার্য্য, পণ্ডিত ধনঞ্জয় আচার্য্য, রামপ্রসাদ আচার্য্য প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।