চট্টগ্রাম জেলায় মোট ভোটার ৬৮ লাখ ৩৫ হাজার

নতুন ৩ লাখ ৪ হাজার, বাদ পড়েছে ৬৫ হাজার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

হালনাগাদ শেষে বৃহত্তর চট্টগ্রামে (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) নিবন্ধিত নতুন ভোটার হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৫৯২ জন। হালনাগাদে চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় তালিকা থেকে ১ লক্ষ ৩২ হাজার ৪৭৭ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার দ্বিতীয় দফায় প্রকাশ হওয়া ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা সূত্রে এমন তথ্য মিলেছে। খসড়া তালিকা অনুযায়ী, বৃহত্তর চট্টগ্রামে এখন মোট ভোটার এক কোটির বেশি। চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছে ৩ লক্ষ ৪ হাজার ৫১ জন। বাদ পড়েছে প্রায় ৬৫ হাজার ভোটার।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ বলেন, সারা দেশের মতো চট্টগ্রামেও উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। চট্টগ্রামে বিদ্যমান ভোটারের সাথে ৩ লাখ ৪ হাজার ৫১ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে এখন ভোটার সংখ্যা মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানান তিনি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পর নতুন যুক্ত হয়েছে ৩ লক্ষ চার হাজার ৫১ জন। এর মধ্যে পাঁচলাইশে ৯ হাজার ৬৫৫ জন, চান্দগাঁওয়ে ৯ হাজার ১১৫ জন, কোতোয়ালীতে ৫ হাজার ৪০০ জন, ডবলমুরিংয়ে ১২ হাজার ৯১৪ জন, পাহাড়তলীতে ৭ হাজার ৭২২ জন, বন্দরে ৭ হাজার ১৯৪ জন, মীরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন, সীতাকুণ্ডে ১৬ হাজার ৬১ জন, সন্দ্বীপে ১৩ হাজার ৭৯৮ জন, ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন, হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন, রাউজানে ১৩ হাজার ৯৭৮ জন, রাঙ্গুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন, বোয়ালখালীতে ১২ হাজার ১৭ জন, পটিয়ায় ১৭ হাজার ১৬ জন, কর্ণফুলীতে ৭ হাজার ২৪৭ জন, আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন, চন্দনাইশে ১২ হাজার ৫৭৩ জন, সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন, লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন ও বাঁশখালীতে ২৪ হাজার ৮২২ জন ভোটার নতুন নিবন্ধিত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে মোট ভোটার দাঁড়াল ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। বাদ পড়েছে প্রায় ৬৫ হাজার ভোটার।

নির্বাচন কমিশন সচিবালয় গতকাল সকালে জানায়, হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। নির্বাচন কমিশন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। আগামী ৩১ অক্টোবর বা তারপরে তরুণ ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হবে।

হালনাগাদে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছে বাঁশখালী উপজেলায় ২৪,৮২২ জন, আনোয়ারায় ২৪,৩২৭ জন, রাঙ্গুনিয়ায় ২১,৩৭৬ জন ও লোহাগাড়ায় ২১,২১৪ জন। একেবারে কম ভোটার নিবন্ধিত হয়েছে কোতোয়ালী থানা নির্বাচন অফিসে ৫৪০০ জন।

পূর্ববর্তী নিবন্ধভাসুর ভাবী ননদের পিটুনিতে গৃহবধূর মৃত্যু, অভিযোগ স্বামীর
পরবর্তী নিবন্ধঅতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক