চট্টগ্রাম জেলার ১২ থানার ওসিকে প্রত্যাহার

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলার ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২রা সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থানা হতে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার কথা জানিয়ে অবিলম্বে এ আদেশ কার্যকর হবার কথা জানান।

প্রত্যাহার হওয়া ১২ থানার ওসিরা হলেন-ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নূরুল হুদা, হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান, রাউজানের ওসি জাহিদ হোসেন, আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার ওসি মিজানুর রহমান, ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার ওসি মো. আহছাব উদ্দিন, বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ, মিরসরাই থানার ওসি মো. সহিদুল ইসলাম ও সদ্বীপ থানার ওসি মো. কবির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বহিস্কার
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ক্যাবল জব্দের ঘটনায় মামলা করবে দুদক