চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আয়োজিত ঠাকুর অনুকূল চন্দ্রের স্মরণ উৎসব উপলক্ষে দেওয়ানজী পুকুরপাড়স্থ ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সৎসঙ্গ বৃত্তি প্রদান ও রঞ্জন চক্রবর্তীর স্মরণানুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক ছিলেন তাপস চন্দ্র বর্মন।
উপস্থিত ছিলেন রাজীব কর্মকার, রূপক দে, ভাস্কর চৌধুরী, বিভুরঞ্জন চক্রবর্তী, তপন কান্তি দত্ত, মদন দাস, গৌর কান্তি দাস, দুলাল কুমার দে। বক্তব্য রাখেন সুমন ঘোষ বাদসা, অমল দাস,অনিমেষ রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিমেষ রায় চৌধুরী। বক্তারা ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মধারার গুরুত্ব তুলে ধরেন এবং ঠাকুরের রেখে যাওয়া কর্মযজ্ঞ সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












