বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে ২১ থেকে ২৫ নভেম্বর ৫ দিনব্যাপী জেলা রোভার মেট কোর্স মিরসরাই কলেজে শুরু হয়েছে।চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীনের সঞ্চালনায় কোর্স লিডার অধ্যক্ষ মো. নুরুল আফছারের সভাপতিত্বে কোর্সের উদ্বোধক ছিলেন জেলা রোভারের সহসভাপতি অধ্যক্ষ মো. রফিক উদ্দীন।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে জুম ভার্চুয়ালে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী এলটি ও জাতীয় উপ কমিশনার মশিয়ুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রোভারের সিনিয়র সহসভাপতি স্কাউটার মো. রুহুল আমিন খাঁন, জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম,সহকারি কমিশনার অধ্যাপক মো. নোমান, সহকারী কমিশনার অধ্যাপক ফজিলাতুন্নিছা ডলি, স্কাউটার এস এম হাবীব উল্লাহ হীরু, অধ্যাপক মো. জামাল উদ্দীন হায়দার, স্কাউটার মো. সাইদুল ইসলাম প্রমুখ। কোর্সে চট্টগ্রাম জেলার ৪৫ টি সরকারি, বেসরকারি কলেজ ও মুক্ত দলের প্রশিক্ষক সহ ৬৫ জন অংশগ্রহন করেন। ৫দিনব্যাপী প্রশিক্ষণে রোভারদের হাতে কলমে শিক্ষা ও প্রকৃতি পর্যবেক্ষণের উপর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।