আসন্ন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল দলের জার্সি উন্মোচন এবং খেলার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটি মঙ্গলবার সিজিকেএস এর সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব জনাব আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রিফাত বিন আনোয়ার।
জার্সি উন্মোচন ও উপকরণ বিতরণ শেষে অতিথিরা তাদের বক্তব্যে জেলা ফুটবল দলের সদস্যদের প্রতি উৎসাহ ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, দলটি এবারের বিভাগীয় কমিশনার গোল্ড কাপে অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করবে।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি ও খেলার অন্যান্য উপকরণ বিতরণ করা হয় এবং একটি দলীয় ফটোসেশনের আয়োজন করা হয়।
আগামী ২৫ শে এপ্রিল শুক্রবার চট্টগ্রাম জেলা ফুটবল দল তাদের প্রথম খেলায় খাগড়াছড়ি জেলা ফুটবল দলের মুখোমুখি হবে।