এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ “তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা জেলা পর্যায়ের প্রতিযোগিতা গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর হতে ২০ টি কলেজ অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শাহ মোহছেন আউলিয়া কলেজ এবং মাষ্টার নজির আহমেদ কলেজের মধ্যে। এতে শাহ মোহছেন আউলিয়া কলেজ চ্যাম্পিয়ন হয় ও মাষ্টার নজির আহমেদ কলেজ রানার্স আপ হয়। প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন কলেজকে ৩০,০০০ টাকা ও রানার্স আপ কলেজকে ২০,০০০ টাকাসহ ট্রফি ও মেডেল দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এস. এম. গিয়াসউদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপপরিচালক, যুব উন্নয়ন, অধিদপ্তর, চট্টগ্রাম খোন্দকার জাকির হোসেন। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো. সাইফুল্ল্যা মুনির, মো. জহিরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস। বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ২৮ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।