চট্টগ্রাম জেলা দাবা বাছাই চ্যাম্পিয়নশিপের ফলাফল

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৯:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস জেলা দাবা চ্যাম্পিয়নশিপে দিব্য দাশ ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে আছেন। ২য় স্থানে আছেন ৫ পয়েন্ট নিয়ে রাব্বি সেলিম, আসাদুল হক। এছাড়া ৪.৫ পয়েন্ট নিয়ে নাসির হাসান, সুজন চাকমা, ইফতেকার আলম, সত্যঞ্জয় বড়ুয়া, মো. মঈন উদ্দিন, আলিফ আহমদ ৩য় স্থানে আছেন। ৬ষ্ঠ রাউন্ডে দিব্য দাশ নাছির হাসানকে, রাব্বি সেলিম গোলাম কিবরিয়াকে, আসাদুল হক রুহুল আমিনকে, সুজন চাকমা শামশুল আলমকে, মঈন উদ্দিন আব্দুল হান্নানকে, সত্যঞ্জয় টিটু জাহাঙ্গীরকে পরাজিত করেন। আসিফ মাহমুদ ও ইফতেকারের মধ্যে খেলাটি ড্র হয়। আজ শেষ রাউন্ডের খেলা বিকাল ২.৩০ টায় শুরু হবে এবং বিকাল ৫ টায় পুরস্কার বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতামিমকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক
পরবর্তী নিবন্ধসাত উইকেট নিয়ে তাইজুলের তিন রেকর্ড