চট্টগ্রাম জেলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৩য় রাউন্ড শেষে ১২ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সিজেকেএস কনভেনশন হলে শুক্রবার অনুষ্ঠিত ৩য় রাউন্ডের খেলায় দিব্য দাশ– মোহাম্মদ ইমনকে,ইফতেখার–অন্বয় দাশকে, মুজিবুর–প্রিমাকে, মীর্জা আরিফ–ওয়াসিফকে, আফরাজ–মিন্নাত আলীকে,মহসিন– সানোয়ারাকে, অনিন্দ্য রিক–বাবলুকে, সুবাহ–প্রাঞ্জলকে, কায়সার–সুপ্রাতিককে,ডা. শাখায়াত– আবীরকে, সেলিম–মীর আহমদকে, শুভ্রজিত নন্দী–সাদক সুমনকে, সাইফুল আজম– আনুষ্কাকে, জোবায়ের–তাপসীকে,মাহবুব–জোতি বড়ুয়াকে,মিজানুর–আব্দুল্লাকে,বাদশা–আফরাজকে, শুভ্রজিত– সুলতানকে পরাজিত করেন। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৪র্থ ও বিকাল ৪ টায় ৫ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।