চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যানের চেক প্রদান অনুষ্ঠান

| শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’এই প্রতিপাদ্যকে ধারণ করে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। অনুষ্ঠানে ১০ জন নিহত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরের বারিক বিল্ডিং মোড়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৃত্যু তহবিল থেকে এই অনুদানের চেক প্রদান করে সংগঠনটি। এসময় ১০ জন নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্যগণ উপস্থিত হয়ে এই চেক গ্রহণ করেন। সংগঠনের সভাপতি মো. শফির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বঙ দুদু। তিনি বলেন, আমাদের শ্রমিক আমাদেরকে মৃত্যু ফান্ডের টাকা দেয় আপনাদের এত মাথা ব্যথা কেন। আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করছি। শ্রমিকরা আহত নিহত হলে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবু সাইদ হারুন, চট্টগ্রাম বন্দর ট্রাক ও কাভার্ডভ্যান মালিক কন্ট্রাক্টর এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম, চট্টগ্রাম জেলা প্রাইমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খানসহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পো’বালিকা বিদ্যালয় ও কলেজে মিলাদুন্নবী (দ.) মাহফিল