চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ৩৯তম জাতীয় টেবিল টেনিস (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়নশিপে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দল। রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। প্রতিযোগিতার ৯টি ইভেন্টের মধ্যে সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। বালিকা এককে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার খই খই সাই মার্মা, রানার আপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সামান্তা হোসেন তুশি। বালক এককে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার রামহিম আর রানার আপ রাজশাহী জেলার নাফিস। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবানিহীর হাসিব ও হাসেম হাসিব, রানার্স আপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সজিব ও হৃদয়। পুরুষ এককে চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার রামহিম, রানার আপ চট্টগ্রাম জেলার ইমন। মহিলা এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সাদিয়া রহমান মৌ, রানার আপ বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সোমা। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মৌ ও সোমা আর রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাহিমা ও সিগমা। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলার মুনতাসিন হৃদয় ও খই খই সাই মার্মা, রানার্স আপও চট্টগ্রাম জেলার রামহিম ও ঐশী। মহিলা দলগত চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা দল আর রানার্স আপ বাংলাদেশ আনসার ও ভিডিপি। পুরুষ দলগত চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা দল । আর রানার্স আপ বাংলাদেশ আনসার ও ভিডিপি। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস।

সিজেকেএস টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খন্দকার হোসেন মুনির (সুমন), সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ কে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য আসিফ আহমেদ মৃধা, সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, এনামুল হক, লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, সরোয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ নুর নবী লিটন, জাফর ইকবাল, কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক মো. হারুন রশিদ, যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য মারিয়া চক্রবর্ত্তী, গাজী লোকমান হাসান চৌধুরী, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবল রেফারী সমিতির সদস্যপদ ছাড়লেন ১২ জন সিনিয়র রেফারী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৮১ কোটি টাকা