চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ ২১ জুলাই শুরু

| সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ইয়ুথ (অনূর্ধ্ব২০) দাবা চ্যাম্পিয়নশিপ আগামী ২১ জুলাই শুক্রবার, দুপুর ২.৩০টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে।

যাদের জন্ম ১ আগষ্ট ২০০৩ এর পরে এবং চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা/চট্টগ্রামে বসবাসরত ছেলেমেয়ে তারা উক্ত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে। এই চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব(ছেলেমেয়ে), অনূর্ধ্ব১০ (ছেলেমেয়ে), অনূর্ধ্ব১২ (ছেলেমেয়ে), অনূর্ধ্ব১৪ (ছেলেমেয়ে), অনূর্ধ্ব১৬ (ছেলেমেয়ে), অনূর্ধ্ব১৮ (ছেলেমেয়ে) সহ মোট ১৪জনকে বাছাই করে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

২১ জুলাই ১ম রাউন্ড ২.৩০টা, ২য় রাউন্ড ৪.৩০টা, ২২ জুলাই ৩য় রাউন্ড সকাল ৯.৩০টা, ৪র্থ রাউন্ড ১২.০০টা, ৫ম রাউন্ড বিকাল ৪টা, ২৩ জুলাই ৬ষ্ঠ রাউন্ড ২.৩০টা ও ৭ম বা শেষ রাউন্ড বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আগ্রহী খেলোয়াড়দের আগামী ১৯ জুলাই রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে বিনা ফি তে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।

যে কোন তথ্যের জন্য প্রকৌশলী এস এম তারেক, চিফ আরবিটর ও যুগ্ম সম্পাদক দাবা কমিটি, হোয়াটসঅ্যাপ নাম্বার০১৭১৪৪৮৯১৬১ এ যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া নিশান কাপ ফুটবল টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন