চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতার (ইনডোর) উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। উদ্বোধক ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক এডভোকেট মো. মনজুর হোসেন। ক্রীড়া আয়োজনের সার্বিক সহযোগিতা করেন এডভোকেট রুনা কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহসাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সমপাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সমপাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, সাজ্জাদ কামরুল হোসেন। এ বছরের প্রতিযোগিতায় দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর ইভেন্টে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কেট কমিটি গঠন
পরবর্তী নিবন্ধটাইব্রেকারে জিতে ফাইনালে যেতে হলো মোহামেডানকে