চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেটে অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার গ্রহণ করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, অর্থ সচিব জালাল মিয়া, সহ সম্পাদক আনিস আহমেদ খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।