চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব ফিজিক্যাল এন্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন দিবস উপলক্ষে গতকাল বুধবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল কম্পাউন্ড থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে কেক কেটে দিবসের উদ্বোধন পরবর্তী ও আলোচনা সভা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. পলাশ নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ। মাল্টি মিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. পলাশ নাগ। হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকনার্স ও কর্মচারীরা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কাঁধের ব্যথা ব্যবস্থাপনা ও ফিজিওট্রিস্টের ভূমিকা কী হতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসাথে দেশের মানুষের চিকিৎসা সেবার মান উন্নতকরণে ও পুনর্বাসন চিকিৎসায় ফিজিয়াট্রিস্টগণ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে প্রাথমিকের ১২ শিক্ষককে সংবর্ধনা