চট্টগ্রাম টেস্টে অপ্রত্যাশিত হারের পর গতকাল চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজ দল। গতকাল বেলা বারটার ফ্লাইটে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দু দলই একই সাথে চট্টগ্রাম থেকে ঢাকা পৌছে। তবে দু দলের চট্টগ্রাম ছাড়ার অভিজ্ঞতা দু রকমের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যেখানে ফুরফুরে মেজাজে ঢাকার পথে রওয়ানা হয় সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চয়ই মনোকষ্ট নিয়ে ফিরেছে। কারন চট্টগ্রামে নিশ্চিত জয়ের আশায় থাকা ম্যাচটি হেরেছে টাইগাররা অপ্রত্যাশিতভাবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিন পূর্ণ কর্তৃত্ব দেখিয়েও পঞ্চম ও শেষ দিনে সব অর্জন ধুলোয় মিশিয়েছে মোমিনুল বাহিনী। একজন কাইল মায়ার্সের অতি মানবীয় ব্যাটিংয়ে ভেঙ্গে ছারখার হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। উপমহাদেশের মাটিতে আর কোন বিদেশি দল আগে কখনই যা পারেনি, এবার সেই বিরল ঘটনার জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। কাজেই এক বুক হতাশা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরতে হলো টাইগারদের।