চট্টগ্রাম চেস্‌ একাডেমির অনূর্ধ্ব-১৭ দাবা টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমি আয়োজিত দু’দিনব্যাপী (অনূর্ধ্ব১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট গত ৪ অক্টোবর শুরু হয়। ১৯জন রেটেড দাবাড়ুসহ মোট ৩০জন দাবাড়ুর অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম চেস্‌ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবউলইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অণুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন মুস্তারী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, চট্টগ্রাম চেস্‌ একাডেমির প্রশিক্ষক ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, দাবা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম চেস্‌ একাডেমির পরিচালক সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম, দাবা খেলোয়াড় সমিতির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমি। টুর্নামেন্টের চীফ আরবিটার হিসেবে রাকিবউলইসলাম, ডেপুটি চীফ আরবিটার মো. নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধবুদাপেস্টে জিএম নর্ম মিস করে চ্যাম্পিয়ন ফাহাদ-নীড়
পরবর্তী নিবন্ধনির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে হবে শারদীয় দুর্গোৎসব