চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের স্টাডি সার্কেল কাল

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র কার্যালয় ভিত্তিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমে প্রতি মাসের ৩য় শুক্রবার মাসিক স্টাডি সার্কেল ও ৪র্থ কিংবা শেষ শুক্রবার মাসিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চলতি মাসের স্টাডি সার্কেল অনুষ্ঠিত হবে। এ মাসের বিষয়, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবন।’ এরপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। এমাসের চলচ্চিত্র, সত্যজিৎ রায় পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ছবি ‘অপুর সংসার।’ স্টাডি সার্কেল ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ৩৪ বৌদ্ধ মন্দির রোড (৪র্থ তলা), নন্দন কাননের কার্যালয়ে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুশফিকুর রহমান
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গঠনে কাজী আরেফের ভূমিকা চিরস্মরণীয়