চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে গত ১৬ মে শুরু হয়েছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব নাট্যসম্ভার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হচ্ছে। নাট্য সম্ভারের ৫ম দিনে গতকাল মঙ্গলবার কথক থিয়েটার পরিবেশন করে সৈয়দ ওয়ালীউল্লাহ’র একটি তুলসী গাছের কাহিনি অবলম্বনে শিবলু চৌধূরীর নাট্যরূপ ও শোভনময় ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘অস্পৃশ্য’। আজ বুধবার নাট্য সম্ভারের ৬ষ্ঠ দিনে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম পরিবেশন করবে শ্যামাকান্ত দাশ রচিত ও তাপস শেখর নির্দেশিত নাটক ‘অন্তর্দাহ’। প্রেস বিজ্ঞপ্তি।