চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) শুরু হয়েছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব ‘নাট্যসম্ভার ২০২৫’। ‘একসাথে বাঁচি, একসাথে বলি–মঞ্চ আমাদের শক্তি’–এমন প্রত্যয় নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হচ্ছে। আজ মঙ্গলবার নাট্য সম্ভারের ৫ম দিনে কথক থিয়েটার পরিবেশন করবে সৈয়দ ওয়ালীউল্লাহ’র একটি তুলসী গাছের কাহিনী অবলম্বনে শিবলু চৌধূরীর নাট্যরূপ ও শোভনময় ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘অস্পৃশ্য’।
নতুন দর্শক সৃষ্টি, নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের উদ্যোগে এই আয়োজন। নাট্য–অনুরাগী দর্শকদের প্রতিদিনের নাটক দেখার আমন্ত্রণ। প্রেস বিজ্ঞপ্তি।